সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী জিন্দাবাজার এলাকায় গণসংযোগ করেছেন।
বুধবার (২৪ মে) বিকেলে তিনি জিন্দাবাজারের মিলেনিয়াম শপিং সিটিসহ আশাপশ এলাকায় গণসংযোগ করেন।
এসময় স্থানীয় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা আনোয়ারুজ্জামান চৌধুরীকে অবগত করেন। তিনি ব্যবসায়ী ও পথচারীদের কথা গভীর মনযোগসহকারে শুনেন এবং সেসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার আশ্বাসএসময় তিনি বলেন, সিলেট একটি আধ্যাত্মিক পর্যটন নগরী। দেশ-বিদেশের পর্যটকদের মনোযোগ আকর্ষণ করতে পারলে এ নগরীর ব্যবসা বাণিজ্যের ব্যাপক উন্নতি হবে। বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসীরা নিয়মিত দেশে এলে হোটেল মোটেল এবং অন্যান্য ক্ষেত্রে কোটি কোটি টাকার যেমন বিনিয়োগ আসবে, তেমনি উপকৃত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। আমি নির্বাচিত হলে আপনাদের সাথে নিয়ে একটি পর্যটকবান্ধব স্মার্ট সিটি গড়তে কাজ করবো।
তিনি আরও বলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেসব সমস্যা বিদ্যমান, আলাপ আলোচনার মাধ্যমে সেসব সমস্যা অবশ্যই সমাধান করা হবে। বিশেষ করে পানি ও হোল্ডিং ট্যাক্স নিয়ে ব্যবসায়ীদের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবো। একটি স্মার্ট সিটি গড়তে যাযা করা প্রয়োজন, আমি নির্বাচিত হলে তার সবকিছুই করব ইনশাল্লাএসময় কয়েকজন পথচারী আনোয়ারুজ্জামান চৌধুরীকে ঘিরে ধরে হোল্ডিং ট্যাক্স কমানোর দাবি জানালে তিনি সবার দোয়া চেয়ে নির্বাচিত হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মন্তব্য