শিক্ষক গোলাম নবি ও আনছার আলীর মধ্যে দোকান ভিট নিয়ে বিরোধ রয়েছে। সরকারি ভুমি নিয়ে তাদের মধ্যে এ বিরোধ। এখানে আমার কিছু করার নেই। বিষয়টি সরকারি ভাবেই নিষ্পত্তি প্রয়োজন।
সহকারি কমিশনার (ভুমি) মোঃ ইসলাম উদ্দিন এই ব্যাপারে জানান, বিরোধকৃত সরকারি ভুমিতে আনছার আলীর একটি দোকান ও গোলাম নবি’র একটি দোকান রয়েছে। আনছার আলীর নামে আধা শতক ভুমি বন্দোবস্ত আছে। দোকান ভিট রকম মোট ভুমি ২ শতক এর মধ্যে আধা শতক বাদে গোলাম নবিসহ আরো ৩ জন আবেদনকারী রয়েছেন। প্রত্যেককে তাদের নামে আধা শতক করে ভুমি বন্দোবস্ত দেয়ার প্রস্তাব করা হয়েছে।
মন্তব্য