সুনামগঞ্জ সদর থেকে বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন শান্তিগঞ্জের বরোমোহা গ্রামের আহাম্মদ আলীর ছেলে মো. আলী নুর (৩৪) সুনামগঞ্জ সদর থানার ধোপাখালি গ্রামের মো. ওমর আলীর ছেলে মো. ফিরোজ মিয়া (৪৬) ও মোসলিম আলীর ছেলে মো. আমীর আলী (৪২)।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধোপাখালি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল।
এসময় তাদের হেফাজত থেকে ১৯২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।
জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা।
মন্তব্য