জাহ্নবীকে অপমান

বলিউড অভিনেত্রীদের প্রায়শই দেখা যায় সাংবাদিকদের জুতা পরার কথা মনে করিয়ে দিতে। আলিয়া ভাট, কারিনা কাপুররাও এর ব্যতিক্রম নন। এবার একই কাজ করে নেটদুনিয়ায় হাসির পাত্র হয়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, আরে কেউ তো চটিটা নাও। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রোশের ও অপমানের শিকার হন তিনি। এর প্রতিক্রিয়ায় একজন লেখেন, সাংবাদিকরাও এখন বুঝেশুনেই জুতো ছেড়ে রেখে যাচ্ছে। অন্যজন লেখেন, এখানে তো জুতো ছেড়ে রেখে যাওয়ার ট্রেন্ড চালু হয়েছে। আরেকজন লেখেন, আচ্ছা তোমরা সবসময় এমন চপ্পল নিয়ে নাটক করো কেন? তুমি কি চাও যে, ওরা তোমার চপ্পল হাতে তুলে নিক? কারও মতে, এই চপ্পল ওয়ালা নাটক বন্ধ কর, এটা অসহ্য। যাকেই দেখছি চটি নিয়ে নাটক করছে।এগুলো সব ওই আলিয়ার ভিডিও দেখার পর শুরু হয়েছে। এদিকে রাস্তায় একজন সাংবাদিককে দেখে কারিনা কাপুর বলেন, আপনার বিখ্যাত চটি খুলে ফেলেছেন নাকি? ভিডিওটি তিনি ইনস্টাগ্রামে ক্যাপশন-সহ শেয়ার করে লেখেন, কারিনা কাপুর এই রোগ সকলের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছেন অসহ্য লাগছে এবার।