সামান্থাকে নিয়ে গুঞ্জন

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ইতিমধ্যে বলিউডে পা দিয়ে মন জয় করেছেন ভক্তদের। ‘দ্যা ফ্যামিলিম্যান ২’ সিরিজে তার অভিনয়ের জন্য ব্যাপক আলোচনা হয়েছে। তবে শুধুমাত্র অভিনয় নিয়ে থাকতে রাজি নন অভিনেত্রী। গুঞ্জন উঠেছে তিনি এবার নাম লেখাতে চলেছেন রাজনীতিতে। যদিও এই জল্পনা এখন পর্যন্ত স্পষ্ট নয়। নায়িকা বা তার টিমের তরফে এখনো মুখ খোলা হয়নি। সম্প্রতি তেলুগু ছবি খুশি-তে দেখা গিয়েছে সামান্থাকে। তিনি তেলেঙ্গানার কৃষকদের নিয়ে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন। পাশাপাশি হ্যান্ডলুমের পোশাককেও প্রোমোএ ছাড়াও তেলেঙ্গানা সরকারের বিভিন্ন কর্মসূচিতে দেখা যায় তাকে। গুঞ্জন ছড়িয়েছে, রাজনীতির ময়দানে নামতে চলেছেন সামান্থা। কে চন্দ্রশেখর রাওয়ের দল ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস)-তে যোগ দিতে পারেন তিনি। এরপরেই তার ক্যারিয়ার কোন দিকে মোড় নেয় তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এদিকে শারীরিক অসুস্থতার কারণে সামান্থা নিজেকে লাইমলাইট থেকে সরিয়ে নিয়েছেন। মায়োসাইটিসের চিকিৎসা চলছে তার। প্রায় এক মাস বিদেশে চিকিৎসার পর সম্প্রতি ভারতে ফিরেছেন তিনি। শিগগিরই অভিনেত্রী বরুণ ধাওয়ানের সঙ্গে শুটিং শুরু করতে চলেছেন। এ ছাড়াও তার হাতে রয়েছে একাধিক বড় প্রজেক্টও। সেক্ষেত্রে প্রশ্ন থেকে যায়, অভিনয় ক্যারিয়ারের সুসময়ে অন্য কোনো দিকে মন দেবেন সামান্থা?