হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে বের করতে সুনামগঞ্জের জগন্নাথপুরে কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী।এ ঘটনায় শহিদ মিয়া নামে ওই কথিত কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই থানায় মামলা করেন ওই তরুনীর মা।পরে গ্রেফতার শহিদ মিয়াকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের সন্ধান পেতে ওই তরুণী তার মায়ের সঙ্গে কথিত কবিরাজ শহিদ মিয়ার বাড়ি যান। এ সময় শহিদ মিয়া ওই তরুণীর মাকে গোলাপজল ও গুল মরিচ আনতে পাঠান। তিনি বেরিয়ে গেলে সুযোগ বুঝে ওই তরুণীকে ধর্ষণ করেন শহিদ মিয়া।
ওই তরুণীর মা জানান, গোলাপজল ও গুল মরিচ নিয়ে এসে দেখেন তার মেয়ে কান্না করছে।পরে মেয়ের কাছে ঘটনার বিস্তারিত শুনে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং রাতে থানায় মামলা করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মামলা দায়েরের পর পরি শহিদ মিয়াকে গ্রেফতার করা হয়। কবিরাজির নামে অনেকদিন ধরেই স্থানীয়দের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি।
মন্তব্য