অভিনয় থেকে রাজনীতিতে পা দেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। হয়েছেন সংসদ সদস্যও। এবার পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন তিনি। বাস্তবে না হলেও পর্দায় এমন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। নিজের অভিনয় ক্যারিয়ারকে বেশ শক্তভাবে ধরে রেখেছেন মিমি। একের পর এক কাজ করে যাচ্ছেন তিনি। অভিনেত্রী হিসেবে পা রেখেছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষের হাত ধরে। এরইমধ্যে ইন্ডাস্ট্রিতে একযুগ কাটিয়ে ফেলেছেন। এখন বেছে বেছেই কাজ করেন মিমি। শোনা যাচ্ছে, এক হিন্দি ওয়েব সিরিজেও কানন্দিতানন্দিতা-শিবপ্রসাদের হাত ধরেই ‘পোস্ত’র হিন্দি রিমেকে পরেশ রাওয়ালের সঙ্গে জুটি বেঁধেছেন মিমি। এবার নন্দিতা-শিবপ্রসাদের ‘রক্তবীজ’ ছবিতে সংযুক্তা মিত্র নামে এক মহিলা পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে মিমিকে। এখানে ভিন্ন মেজাজে দেখা মিলবে মিমির। ছবিতে বাইক চালাতে হয় মিমির। এজন্য পরিশ্রমও করতে হয়েছে কঠোর। নিজের বিলাসবহুল বাড়ির ভেতরে প্রতিদিন বাইক চালানো প্র্যাকটিস করেছেন মিমি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, শুটের আগে প্র্যাকটিস করেছিলাম, তবে হাইওয়েতে চালানো খুব একটা সহজ ছিল না! কারণ সেখানে অনবরত অনেক গাড়ি চলতেই থাকে। হুট করে কোনো পশুও চলে আসতে পারে! এদিকে আবার সামনে ক্যামেরা। মাথায় চলছিল, যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে যায়! নার্ভাস ছিলাম, তবে শুটিংটা ভালোভাবেই করে ফেলেছি।
-শিবপ্রসাদের হাত ধরেই ‘পোস্ত’র হিন্দি রিমেকে পরেশ রাওয়ালের সঙ্গে জুটি বেঁধেছেন মিমি। এবার নন্দিতা-শিবপ্রসাদের ‘রক্তবীজ’ ছবিতে সংযুক্তা মিত্র নামে এক মহিলা পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে মিমিকে। এখানে ভিন্ন মেজাজে দেখা মিলবে মিমির। ছবিতে বাইক চালাতে হয় মিমির। এজন্য পরিশ্রমও করতে হয়েছে কঠোর। নিজের বিলাসবহুল বাড়ির ভেতরে প্রতিদিন বাইক চালানো প্র্যাকটিস করেছেন মিমি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, শুটের আগে প্র্যাকটিস করেছিলাম, তবে হাইওয়েতে চালানো খুব একটা সহজ ছিল না! কারণ সেখানে অনবরত অনেক গাড়ি চলতেই থাকে। হুট করে কোনো পশুও চলে আসতে পারে! এদিকে আবার সামনে ক্যামেরা। মাথায় চলছিল, যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে যায়! নার্ভাস ছিলাম, তবে শুটিংটা ভালোভাবেই করে ফেলেছি।
মন্তব্য