কানাডা সফর থেকে দেশে ফিরেই এফডিসিতে চলতি প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান শেষ করেছেন ‘দখিন দুয়ার’ এর ডাবিং। মূলত ডাবিংয়ের জন্যই তড়িঘড়ি করে দেশে ফেরেন তিনি। ডাবিংয়ের মাধ্যমে ছবির পুরো কাজ শেষ করলেন এ নায়িকা। আর সেটা করেই ফের অধরা উড়াল দিয়েছেন দুবাইতে। গতকালই তিনি দেশটির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। মূলত ব্যবসায়িক কাজ ও ঘোরাঘুরির জন্যই তার এবারের সফর। অধরা খান বলেন, ‘দখিন দুয়ার’ এর ডাবিং করতেই দেশে এসেছিলাম। ডাবিং শেষ করেছি। ছবিটির কাজ অনেক ভালো হয়েছে। অন্যরকম একটি গল্পের ছবি। অহিদুজ্জামান ডায়মণ্ড স্যারের সব কাজই আমার পছন্দের। এবার নিজের শতভাগ দিয়েই নিজের ছবিটির কাজ শেষ করেছি। আমার বিশ্বাস ছবিটি মুক্তি পেলে সবাই পছন্দ করবেন। মাঝেমধ্যেই নায়িকাদের বিদেশ সফর নিয়ে নানারকম আলোচনা থাকে। অধরার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। মাঝেমধ্যেই তার ঘন ঘন বিদেশ সফর নিয়ে কথা শুনতে হয়। এটা আসলে কেন হয়? অধরা খান বলেন, অন্যদেরটা আসলে আমি বলতে পারবো না। তবে নিজেরটাও আমি বার বার ক্লিয়ার করেছি। তারপরও মাঝেমধ্যে আমাকে টেনে আনা হয়। এ নায়িকা বলেন, আমাদের পারিবারিক ব্যবসা রয়েছে দুবাইসহ বিভিন্ন জায়গায়। সেটার দেখাশোনার জন্যই আমাকে বিদেশে যেতে হয়। এ ছাড়া অন্য কোনো কারণ নেই। কারণ আমার বাবা-ভাইদের ব্যবসায় আমি সহযোগিতা করছি মাত্র।
মন্তব্য