আত্মবিশ্বাসী মাহিয়া মাহি

ঢাকাই সিনেমার ‘অগ্নিকন্যা’ খ্যাত নায়িকা মাহিয়া মাহি। অভিনয়ের চেয়ে রাজনীতির মাঠেই এখন তিনি বেশি ব্যস্ত। আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে সম্প্রতি ভিসা নীতি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন এই নায়িকা রাজনৈতিক কর্মী হিসেবে নয়, একজন নায়িকা হিসেবে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন তিনি। জানা গেছে, খুব শিগগিরই জো বাইডেনের দেশে উড়াল দেবেন মাহি। ভিসার খবরটি প্রকাশ্যে আসার পর এই অভিনেত্রী জানান, ইদানীং তার নিজের প্রতি আত্মবিশ্বাস অনেক বেড়েছে। আর তিনি চাইলেই সব করতে পারেন। মাহির কথায়, আমার নিজের প্রতি ইদানীং প্রচণ্ড রকম আত্মবিশ্বাস বেড়েছে। চাইলেই মাহি সব পারে। জাস্ট চাইতে হয়, আলহামদুলিল্লাহ।