সুনামগঞ্জে ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে চার হাজার কেজি ভারতীয় চিনিসহ দুজন আটক করেছে পুলিশ। জব্দকৃত চার হাজার কেজি ভারতীয় চিনির বাজার মূল্য ৪ লাখ টাকা।বুধবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ।আটকরা হলেন- আব্দুল্লাহ (৩৫) ও গিয়াসউদ্দিন (৪০)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে বিশ্বম্ভরপুরের সালামপুর গ্রাম থেকে দুটি পিকআপসহ দুজনকে আটক করে পুলিশ। এসময় ৮০ বস্তা ভারতীয় কেজি চিনি জব্দ করা হয়।সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে। দুটি পিকআপ জব্দ করে থানায় রাখা হয়েছে।