সিলেট-৩ আসনে আ.লীগের মনোনয়নপত্র জমা দিলেন এমপি হাবিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি। পরে তিনি দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উর্মি রায়ের নিকট মনোনয়নপত্রের কপি জমা দেন।জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমাদানকাল উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুস্কাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার আলী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ প্রমুখ।এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য পদপ্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উর্মি রায়ের নিকট মনোনয়নপত্রের কপি জমা দিয়েছেন।বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে সাথেনিয়ে তিনি মনোনয়নপত্রের কপি দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উর্মি রায়ের নিকট জমা দেন।এসময় তার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, বশির আহমদ, আব্দুল আহাদ, সিলাম ইউনিয়ন পরিষদ শাহ ওলিদ আহমদ প্রমুখ।ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ (৩০ নভেম্বর), মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।