নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে জেলার নির্বাচন অনুসন্ধান কমিটি। সতর্ক করা হয়েছে নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী সংসদ-সদস্য নিজাম উদ্দিন জলিলকে। সোমবার বিকালে চিঠি পাঠিয়ে সতর্ক করেন নওগাঁ-৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবিন শীষ। এ ছাড়া বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ-সদস্য (এমপি) ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ নয় আওয়ামী লীগ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। প্রতিনিধিদেনওগাঁ : সোমবার দুপুরে নওগাঁ-১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জয়পুরহাটের সহকারী জজ ইফতেখার শাহরিয়ার এ নোটিশ পাঠান। রোববার বিকাল ৩টায় নির্বাচনি তদন্ত কমিটি নওগাঁ-১-এর অস্থায়ী কার্যালয় নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সাপাহার সিনিয়র সহকারী জজ আদালতের এজলাসে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বল
বরগুনা ও আমতলী : রোববার রাতে তাদের শোকজ করে চিঠি ইস্যু করেছেন বরগুনা-১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ আহমদ সাঈদ। সোমবার সকালে অভিযুক্তদের পক্ষে শোকজের চিঠি গ্রহণ করেছেন এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর আইনজীবী জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এম মজিবুল হক কিসলু।শোকজ পাওয়া অন্য ব্যক্তিরা হলেন- আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কাদের মিয়া, তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল-কবির জোমাদ্দার, আমতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, তালতলী উপজেলা আওয়ামী লীগ জ্যেষ্ঠ সহসভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা। জেলা কৃষক লীগ সভাপতি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল হক স্বপন ও তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আব্দুল বারেক মাঝি। শোকজ প্রদানের তিন কার্যদিবসের মধ্যে অভিযুক্তদের লিখিত বক্তব্য নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য