সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, সরকার এমন কোন অপরাধ করেনি যে নির্বাচনে পরাজিত হবে। জনগণ আওয়ামী লীগের সাথে আছে। জনগণের ভোটে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে উন্নয়ন হয়, জনগণ উপকৃহয়। দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ কাজ করে। বিএনপি ক্ষমতায় গেলে দেশে উন্নয়ন হয়না। তিনি বলেন, সরকার বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে কাজ করছে। স্মার্ট বাংলাদেশ পরিকল্পনা বাস্তবায়নে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে নৌকায় ভোট দিন।তিনি বৃহস্পতিবার দিনব্যাপী গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের লুনি,পীরের বাজার, ছোটখেল ও লাবু গ্রামে চলমান উন্নয়ন প্রকল্প চিত্র পরিদর্শনকালে জনসাধারণের সাথে গণজনসংযোগকালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলামের পরিচালনায় আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, মুজিবুর রহমান, সুবাস দাস,লুৎফুর রহমান,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক,গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ প্রমুখ।
মন্তব্য