দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের মহান বিজয় উদযাপন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথে মহান বিজয় উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শনিবার (১৬ ডিসেম্বর) দক্ষিণ সুরমা উপজেলা শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় তারা শহিদদের সম্মানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থএসময় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ও সদস্য মোঃ আবু বক্কর উপস্থিত ছিলেন।

পরে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী সহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন।