দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া প্রার্থীতা ফিরে পেয়েছেন সিলেট-২ আসনের (বিশ্বনাথ-ওসমানীনগর) স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান ও সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম।
হাইকোর্ট বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমানের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন রোববার (২৪ ডিসেম্বর)। আর গত ২১ ডিসেম্বর হাইকোর্টের এক আদেশে প্রার্থিতা ফিরে পান মো. ফখরুল ইসলাম।
এরই মধ্যে সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলামকে ‘ঈগল’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। অপরদিকে সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মেয়র মুহিবুর রহমানকে প্রতিকের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
সিলেট-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন- আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী, গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান, জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. জহির, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. মনোয়ার হোসাইন ও মুহিবুর রহমান।
অপরদিকে, সিলেট-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুল রহমান মাসুম, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. মইনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ইহতেশামুল হক চৌধুরী ও মো. ফখরুল ইসলাম।
মন্তব্য