সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশে নির্বাচনের নাম প্রহসন ও জনগনের সাথে তামাশা চলছে। শেখ হাসিনা ও এই নির্বাচন কমিশনের অধিনে দেশে কোন দিনও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই দেশবাসী এই নির্বাচনে অংশ নেবে না। আগামী ৭ জানুয়ারীর প্রহসনের ড্যামী নির্বাচন জনগণ প্রতিহত করবে। জনগনের ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন হবে না। যে কোন মূল্যে মানুষের ভোটাধিকার আদায় করেই আমরা ঘরে ফিরে যাব।শনিবার বেলা ২টায় নগরীর শিবগঞ্জ এলাকায় ডামি নির্বাচন বর্জন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন সহ নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি'র ১৩ তম দফায় ডাকা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ চলাকালে সিলেট জেলা বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শেষে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এসময় সিলেট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু), যুগম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, উপদেষ্টা গৌছ খাঁন, যুগম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, নাদির আহমদ, রফিকুল ইসলাম শাহপরান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বোরহান উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, আজিজুল হোসেন আজিজ, শাহীনুজ্জামান শাহীন, ডাঃ নাজিম উদ্দিন, আলী হায়দার মজনু, ফয়সাল আহমদ, শেখ আজিজ সুজা, রাসেল আহমদ, বেলাল আহমদ, শফি আহমদ খাঁন, হারুনুর রশীদ, ফয়ছল আহমদ, অজি মোঃ কায়ছার, এনামুল আজিজ মুন্না প্রমুখ।
মন্তব্য