পরনে ল্যাভেন্ডার রঙের গাউন সেট। বিমানে হাসিমুখে পোজ দিয়েছেন ঊর্বশী রাউতেলা। পাশে বসে অভিনেতা ববি দেওল। পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ছবি ‘অ্যানিম্যাল’ মুক্তি পাওয়ার পর থেকে অভিনেতাকে নিয়ে আলোচনার শেষ নেই। সেই ছবিতে তার ‘আবির্ভাব-নৃত্য’ এখন অগণিত মানুষের রিল ভিডিওর অনুপ্রেরণা। ববিকে পাশে পেয়ে রীতিমতো উত্তেজিত হয়ে পড়লেন ঊর্বশী। কারণ, দেওল পরিবারের সঙ্গেই অভিনয় যাত্রার শুরু তার। প্রথম ছবিতে ববির বড় ভাই সানি দেওলের সঙ্গে কাজ করেছিলেন ঊর্বশী। এবার ববির সঙ্গে কাজ করার জন্য আগ্রহী এ নায়িকা। সম্প্রতি একাধিক দক্ষিণী ছবিতে সই করেছেন অভিনেত্রী।এনবিকে ১০৯’ নামক ছবিটিতে দেখা যাবে ঊর্বশীকে। এবার সেই ছবিতে সই করলেন ববিও। অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করে ঊর্বশী লেখেন, দেওল পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ। একদিন এই পরিবারের জন্যই বলিউডে আমার অভিষেক হয়েছিল। আর এখন আমি আপ্লুত ববির সঙ্গে স্ক্রিন ভাগ করে নেয়ার সুযোগ পেয়ে। সানির সঙ্গে ‘সিং সাব দ্য গ্রেট’ নামক ছবিটিতে জুটি বেঁধেছিলেন ঊর্বশী। এখন এক দিকে ‘অ্যানিম্যাল’ ছবির জন্য ববিকে নিয়ে আগ্রহ তুঙ্গে। অন্যদিকে ঊর্বশীর সঙ্গে ঠিক কেমন অবতারে দেখা যাবে তাকে, তা জানার অপেক্ষাতেই দর্শক-অনুরাগীরা।
মন্তব্য