দ্বাদশ জাতীয় সংসদ স্বস্ত্রীক ভোট দিয়েছেন নির্বাচনে সিলেট-৩ আসনের নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় কামালবাজারের ধরগাঁও জালালিয়া (২) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।
সিলেট-৩ আসনে সাতজন প্রার্থী থাকলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ও বিএমএর মহাসচিব ডা. ইহতেশামুল হক দুলাল, নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান।
এর আগে আজ সকাল ৮ থেকে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
মন্তব্য