সিলেটে ভোটের পরিবেশ সুন্দর বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তাই তিনি সিলেটবাসীকে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন
রোববার (৭ জানুয়ারি) সিলেট নগরীর দুর্গাকুমার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ আহ্বান জানান তিনি।
ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিএনপির হরতাল ঢংঢাং। মিডিয়াতে বলার জন্য বলা। আজকে বন্ধের দিন, ভোটের দিন, উৎসবের দিন।
এ সময় তিনি আরও বলেন, দেশে খুব সুন্দর পরিবেশ বিরাজমান। কোথাও জোরদবস্ত নেই। গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখেন। আমাদের ভোট দিলে জনগণের মঙ্গল হয়।
টানা তিনদিনের ছুটির কারণে ভোটার উপস্থিতিতে কিছুটা প্রভাব পড়েছে বলে জানান মন্ত্রী।
ভোটার উপস্থিতির হার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকাতেও কখনো চুয়াল্লিশ, কখনো তেত্রিশ শতাংশ ভোট হয়।
এছাড়াও, মোট ভোটারদের এক তৃতীয়াংশ তরুণ ভাোটাদের নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্তব্য