টলিউডে বুবলী

বাংলাদেশের তারকাদের অনেকেই এখন টলিউডে নিয়মিত। জয়া আহসান, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম, রাফিয়াত রশিদ মিথিলার পর এবার টলিউডে পা রাখছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। বাংলাদেশি নির্মাতা রাশেদ রাহা পরিচালিত ‘ফ্ল্যাশব্যাক’ ছবি দিয়ে শুরু হচ্ছে তার এই যাত্রা। আর বুবলীর সঙ্গে এতে জুটি বেঁধেছেন ওপার বাংলার অভিনেতা সৌরভ দাস। এই প্রথম বাংলাদেশি পরিচালকের নির্মাণে কাজ করেছেন পশ্চিমবঙ্গের পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবির গল্পে দেখা যাবে, মঞ্চের এক সময়ের স্বনামধন্য ব্যক্তিত্ব অঞ্জন। বহুদিন ধরে সব ছেড়ে দূরে সরে আছেন। যদিও মাঝেসাঝে এখনো অঞ্জন অভিনয় করেন। তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে। অন্যদিকে ছবিতে অন্য এক চরিত্র কোথাও তার স্থায়ী ঠিকানা নেই। এই দুই চরিত্রের সঙ্গে তাল মিলিয়ে সমান গুরুত্বপূর্ণ চরিত্র ছবির পরিচালক শ্বেতা। তিন ভিন্ন ধারার মানুষকে জীবন অদ্ভুতভাবে মিলিয়ে দেয়। তাদের দিনগুলো যেন রুপালি পর্দার থেকেও বেশি আকর্ষণীয়। তবে নিয়তি তাদের কোন পথে নিয়ে যাবে, তারই গল্প বলবে ‘ফ্ল্যাশব্যাক’। অভিনয়ে ‘অঞ্জন’ হয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ‘ডিকে’ সৌরভ দাস। ‘ছবির পরিচালক’র ভূমিকায় শবনম বুবলী। ইতিমধ্যে কলকাতার বিভিন্ন এলাকায় শুটিংয়ে অংশ নিয়েছেন এই তিন তারকা। বুবলী বলেন, আমার প্রথম কলকাতার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’। খুব ভালোভাবে শুটিং হচ্ছে। আশা করছি খুব ভালো কিছুই পাবেন দর্শক। এদিকে নতুন সপ্তাহে উত্তরবঙ্গে শুটিং হবে ছবিটির। সেখানে হাড়হিম ঠাণ্ডা আর ঘন কুয়াশার জালে বোনা হবে গল্পের ক্লাইম্যাক্স। পরিচালক রাশেদ রাহার সঙ্গে যৌথভাবে ছবির চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।