বিখ্যাত রন্ধন শিল্পী টমি মিয়া এমবিই প্রতিষ্ঠিত টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে ইউকে ওয়ার্ক পারমিট বিষয়ক সেমিনার সম্পন্ন হয়শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউট কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করাসেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সিরাজ আলী বি.ই.এম বলেন, দক্ষ জনশক্তি তৈরি করে টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইনস্টিটিউট বিশ্বব্যাপী সুনাম অর্জন করছে এবং যার সুফল বাংলাদেশের মানুষ পাচ্ছে। দক্ষতা অর্জন ছাড়া বর্হিবিশ্বে বাঙ্গালী জাতি হিসেবে ঠিকে থাকা খুব কঠিন। এজন্য দক্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেনএসময় উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের এমডি মোহাম্মদ তাজুল ইসলাম, এডমিন ম্যানেজার আব্দুল্লাহ আল মাসুম, মার্কেটিং ম্যানেজার বেলাল আহমদ, শেফ টিচার কাওসার আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।
মন্তব্য