জৈন্তাপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

৷ 



সিলেট-তামাবিল মহাসড়কে পর্যটকবাহী বাসের পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পরশ (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

পরশ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে ৷ 

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন৷

আজ শুক্রবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায়এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ।

স্থানীয় সূত্রে জানাযায়, দুপুর ১টার দিকে জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় পাথরবোঝাই ট্রাকের সাথে জাফলংগামী একটি পর্যটকবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক শিশু মারা যায়। দুর্ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ওসির নেতৃত্বে একদল পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, দুপুর ১টায় সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় জাফলংগামী পর্যটকবাহী বাসের সাথে সিলেটগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এদিকে দুর্ঘটনার পরপর এলাকাবাসী ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন ৷ অপরদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জৈন্তাপুর মডেল থানা পুলিশের টহলটিম, ফায়ার সার্ভিসের টিম পৌছে উদ্ধার কাজ করেন ৷ 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে।

হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।