সিলেটে ৩ লাখ ৮৪ হাজার টাকার চিনি জব্দ, আটক ২

সিলেটে ৩ লাখ ৮৪ হাজার টাকার চিনি জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি টিম। এসময় একটি ডিআই পিকআপসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়।শনিবরা(১৬মার্চ) ভোর সাড়ে ৬টায় সিলেটের বিমানবন্দর থানাধীন বাইপাস পয়েন্টে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার গ্রেফতারকৃতরা হলেন-সুনামগঞ্জের দোয়ারাবাজার পানাইল পুরানপাড়া গ্রামের তাহির উল্লাহ ছেলে মো.আক্তার হোসেন (২৫) ও সিলেটের কোম্পানীগঞ্জ থানার নোয়াগাঁও গ্রামের মৃত ফজর আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৫)। তারা দুজনেই বর্তমানে বিমানবন্দর থানা এলাকার বাসিন্দ।এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি, মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।পুলিশ জানায়, শনিবার (১৬মার্চ) ভোর সাড়ে ৬টায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট রোডস্থ বাইপাস পয়েন্টে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকাল তাদের হেফাজত থেকে ৬৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।যার বাজারমূল্য ৩ লাখ ৮৪ হাজার টাকা।পুলিশ আরও জানায়, এসময় ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত লাল ও কালো রংয়ের একটি ডিআই পিকআপ গাড়ি যার রেজি. নং-সিলেট-ন-১১-১৬৩১ পেয়ে জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে এসএমপি এয়ারপোর্ট থানায় এজাহার দায়ের করলে এসএমপি এয়ারপোর্ট থানার মামলা নং-০৯ তাং-১৬/০৩/২০২৪ খ্রিঃ ধারা The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25(D) মামলা রুজু করা হয়েছে।