ফেঞ্চুগঞ্জে পাচারকালে রিলিফের অর্ধ শতাধিক বস্তা চাল জব্দ

 নন্দিত ডেস্ক : সিলেটের ফেঞ্চুগঞ্জে রিলিফের সরকারি চাল পাচারকালে দুটি পিকআপ ভর্তি অর্ধশতাধিক চালের বস্তা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা গোপন সুত্রে খবর পেয়ে সরকারি রিলিফের চালভর্তি বস্তাগুলো জব্দ করেন। জানা যায়, উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি বিশেষ বরাদ্দকৃত তিনমাস মেয়াদি ভিজিএফ চাল ও নগদ অর্থ বিতরণ বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়। স্থানীয় লোকজনের অভিযোগ, তালিকাভুক্ত দুঃস্থদের রিলিফের চাল ও টাকা না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছিলো। বিকালের দিকে দুটি পিকআপ যোগে রিলিফের চাল পাচারের উদ্দেশে ফেঞ্চুগঞ্জ বাজারের দিকে রওয়ানা হলে স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানাকে মোবাইল ফোনে অবহিত করলে ইউএনও মাসুদ রানা দুটি পিকআপ ভর্তি রিলিফের চাল জব্দ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে নিয়ে অসেন। পিকআপ চালক রাজু মিয়া বলেন, দুটি পিকআপে ৬৬ বস্তা চাল রয়েছে। এ ব্যাপারে ইউএনও মাসুদ রানা বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।