সিলেট-৫ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক

নিজস্ব প্রতিবেদক : সিলেট-৫ আসনে ২০ দলীয় জোট থেকে দীর্ঘদিন থেকেই শোনা যাচ্ছিল জামায়াতের সাবেক সাংসদ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর নাম। তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনার পথ অনেকটা সুপ্রসন্ন থাকলেও বাদ সাধেন কানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন। মামুন শুধু পথের কাঁটাই না, একেবারে জামায়াতের মুখোমুখি অবস্থানে চলে যান। সেই সাথে বিএনপির মনোনয়নও চান তিনি। তবে মনোনয়নের শেষ দৌড়ে দুজনের কেউই টিকলেন না। মামুনের পাশাপাশি জামায়াতকে নিশ্চিত মনোনয়ন পাওয়া থেকে হটিয়ে চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করে নিয়েছেন জোটের অন্যতম শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। শনিবার (০৮ ডিসেম্বর) রাতে ঢাকায় বিএনপির গুলশান কার্যালয় থেকে সিলেট-৫ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুককে প্রার্থীতা ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন- সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক ছালেহ আহমদ শাহবাগী। মাওলানা উবায়দুল্লাহ ফারুকের মনোনয়ন পাওয়ার ব্যাপারে কানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন- ‘আমি সোশ্যাল মিডিয়া থেকে বিষয়টা জেনেছি। তবে বিষয়টা সত্যিই হবে।’ আলাপকালে মামুন ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে উবায়দুল্লাহ ফারুককে অভিনন্দন জানান। এদিকে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের শাহীনুর পাশা চৌধুরী ও নারায়নগঞ্জ-৪ আসনে জমিয়তের ওপর নেতা মুফতি মনির হোসাইন ক্বাসেমীকে মনোনয়ন দিয়েছে ২০ দলীয় জোট। জোটের পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষর মনোনয়নের চিঠি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে ছালেহ আহমদ শাহবাগী, সিলেট-৫ আসনসহ জমিয়তকে ২টি আসন দেয়ায় বিএনপি সহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।