মৌলভীবাজারে ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সংবাদদাতা :: যথাযথভাবে ওষুধ সংরক্ষণ না করা, মানসম্পন্ন পরিবেশ বজায় না রাখা ও বাজেয়াপ্ত ওষুধ বিক্রি করার দায়ে মৌলভীবাজারের দু’টি বেসরকারি হাসপাতাল ও একটি ফার্মেসিকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো-ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন মেডিকেয়ার পলি ক্লিনিক, শাহমোস্তফা সড়কের লেক ভিউ প্রাইভেট হাসপাতাল ও চৌমুহনী কোর্ট রোডের মডার্ন সুপার ড্রাগস। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার জানান, রাষ্ট্রকর্তৃক বাজেয়াপ্ত ওষুধ বিক্রি করার দায়ে মডার্ন সুপার ড্রাগসকে ৫০ হাজার টাকা, যথাযথভাবে ওষুধ সংরক্ষণ না করা ও মানসম্পন্ন পরিবেশ বজায় না রাখার দায়ে লেক ভিউ প্রাইভেট হাসপাতাল এবং মেডিকেয়ার পলি ক্লিনিককে দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়। তিনি আরো বলেন, এতোদিন আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জরিমানা করে এসেছি। বুধবার ঢাকা র‌্যাব সদর দফতর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এসে বিশেষ এ অভিযান পরিচালনা করেন।