বড়লেখায় ৩ গরু চোর গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি:মৌলভীবাজারের বড়লেখায় গরু চুরির মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভট্টশ্রী মুগরিয়া বাড়ি এলাকার মৃত তেরাব আলীর ছেলে মো. রানু মিয়া (৩৮) ও মো. জয়নাল উদ্দিন (৪৫), ভবানীপুর গ্রামের মৃত হরমান আলীর ছেলে ছায়াদ আলী (৪০)। রোববার (১৮ আগস্ট) ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ওই দিন আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গত রবিবার (১১ আগস্ট) রাতে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের মুগরিয়াবাড়ী এলাকার জেসমিন বেগমের ২টি গরু চুরির অভিযোগ রয়েছে। এই ঘটনায় জেসমিন বেগম শনিবার (১৭ আগস্ট) বড়লেখা থানায় চারজনের নাম উল্লেখ ও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। বড়লেখার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গরু চুরির মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।’