বড়লেখায় চুরির এক ঘন্টার মধ্যে মোবাইল উদ্ধার, চোর গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরির এক ঘন্টার মধ্যে এক মোবাইল চোরকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া মোবাইলটি। বুধবার (০৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার গাংকুল এলাকায় বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া মোবাইল চোর জসিম উদ্দিন (৩৮)। তার বাড়ি উপজেলার গাংকুল এলাকায় বলে জানা গেছে। পুলিশ সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে উপজেলার রতুলী বাজার থেকে জনৈক হাসান মিয়ার একটি এন্ড্রয়েড মোবাইল চুরি হয়। এ ঘটনায় হাসান রাতেই বড়লেখা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়েই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক মোবাইলটি উদ্ধারের জন্য দায়িত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী এবং সুব্রত কুমার দাসকে। এরপর তারা যৌথভাবে অভিযানে নেমে রতুলীবাজারে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ দেখে মোবাইল চোরকে সনাক্ত করেন। পরে বাড়িতে অভিযান চালিয়ে মোবাইল চোর জসিম উদ্দিনকে গ্রেফতার করেন এবং মোবাইলটি উদ্ধার করেন। বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী বলেন, 'মোবাইল চুরির ঘটনায় ফোনটির মালিক হাসান থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ওসি স্যারের নির্দেশে আমরা মোবাইলটি উদ্ধারের জন্য অভিযান নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে সনাক্ত করি। পরে মোবাইলসহ চোরকে গ্রেফতার করতে সক্ষম হই। মোবাইলটি উদ্ধারের পর রাতেই মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।'