মৌলভীবাজারে প্রতীমা তৈরীতে ব্যস্ত মৃৎশিল্পীরা

মৌলভীবাজার প্রতিবেদক:বাঙালি সনাতনী ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পাড় করছেন কমলগঞ্জের মৃৎশিল্পীরা। তারা পূজার মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত। কাশফোটা শরতের দর্গোৎসবকে পরিপূর্ণরূপ দিতে মন্ডপগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা শিল্পীদের কল্পনায় দেবি দূর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে রাতভর চলছে প্রতিমা তৈরির কাজ। এরপর শুরু হবে রং ও সাজসজ্জার কাজ। দূর্গাপূজা ঘিরে উপজেলার সব পূজামন্ডপগুলোতে উৎসবের আমজে লক্ষ্য করা যাচ্ছে। উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে এবার ১৩৫টি পূজা মন্ডপ রয়েছে। এ সকল মন্ডপের পুজা উৎযাপন কমিটি পুজার প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় কারিগর ছাড়াও বিভিন্ন জায়গা থেকে কারিগর এখানে এসে তৈরি করছে মাটির প্রতিমা। প্রতিমা তৈরির পাশাপাশি মন্ডপগুলোর পুজা কমিটির সদস্যরা নিমন্ত্রন পত্র বিলি ও অন্যান্য জিনিসপত্র জোগার করতে ব্যস্ত সময় পাড় করছেন।