জৈন্তাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস’১৮ পালিত

নন্দিত সিলেট :: “পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার” শ্লোগানে এবার সারা দেশের ন্যায় জৈন্তাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। গতকাল ১১ জুলাই বুধবার সকাল ১১টায় পরিবার পরিকল্পনা কার্যালয়, জৈন্তাপুরে আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৮ পালিত হয়। “পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার” প্রতিপাদ্য বিষয় সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে সকাল ১১টায় বিশাল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভা যাত্রাটি পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হারুনুর রশিদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর প্রকল্প বাস্তবায়ন সহকারী অফিসার জসিম উদ্দিন, ব্র্যাক ম্যানোজার নাসির মাহমুদ, জেছিছ জৈন্তাপুর অফিসের ম্যানোজার আবুল কালাম আজাদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, অফিস সহকারী অনুক খাসিয়া, স্বাস্থ্য পরিদর্শীকা উজ্জ্বলা বালা, আতিয়া বেগম প্রমুখ। এছাড়া আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাজাহান কবির খাঁন, এফডাব্লিউভি, এফডাব্লিউএ, এসএসিএমও, ইউএফপিএ, এফপিআই সহ বিভিন্ন সংস্থার ও নির্বাচিত প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান চৌধুরী উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা বিষয়ে বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন। পরিশেষে তিনি বলেন প্রতিটি গর্ভই হোক পরিকল্পিত, প্রতিটি জন্মই হোক নিরাপদ। স্বামী-স্ত্রী দু’জন মিলে সেবা কেন্দ্রে গিয়ে পছন্দের পদ্ধতি বেছে নিন। গুজবে কান না দিয়ে পদ্ধতি ছাড়বেন না, অধিক সন্তান নিয়ে বিপদে পড়বেন না। মা ও শিশুর জীবন যদি রক্ষা করতে চান, নিরাপদ প্রসবের জন্য সেবা কেন্দ্রে যান। বয়ঃসন্ধিকালীন সমস্যা সমাধানে, আপনার সন্তানের সাথে খোলা মনে আলাপ করুন। জানেন কী? সুখী পরিবার গঠনে এবং সন্তান লালন পালনে স্বামী-স্ত্রীর সমান দায়িত্ব। মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দুই বৎসর পর্যন্ত বুকের দুধ পান করাবেন। দুই সন্তানে গড়ি ঘর, ধনে জনে স্বনির্ভর। এই বার্তা গুলো উপজেলা প্রতিটি পাড়া-মহল্লায় পৌছে দেওয়ার আহবান জানান। প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা বলেন- অতিথের তুলনায় জৈন্তাপুর পরিবার পরিকল্পনা গ্রহনে অনেকটা অগ্রসর হয়েছে। আগামী দিনে আমরা সমাজের সচেতনরা বার্তা গুলো সর্বস্তরে পৌছে দিতে পারলে আমাদের উপজেলাকে বাংলাদেশের শ্রেষ্ট উপজেলা হিসাবে মডেল স্থাপন করতে পারব এই জন্য সবাইকে কাজ করার আহবান জানান। প্রধান অতিথি পরিবার পরিকল্পনা বিষয়ে সেবা প্রদানের মাধ্যমে নিরলস ভাবে কাজ করার অতিতের মত এবারও জৈন্তাপুর উপজেলা সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ট পুরুস্কারে পুরস্কৃত হওয়ার গৌরভ অর্জন করায় তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সেই সাথে বিজয়ী প্রতিষ্ঠান ব্যক্তিদের কাছে পুরস্কার তুলে দেন।