নন্দিত সিলেট :: বুধবার(১১ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন এর নের্তৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজার এলাকা থেকে জুটন আহমদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। আটক জুটন আহমেদ (২৪), গাজীপুর গ্রামের মোঃ আঃ মালেক এর পুত্র।
এসময় তার কাছ থেকে ১২০ পিছ ইয়াবা, ০১টি মোবাইল ফোন, ০১টি সিমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ জেলার অন্যতম মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক বিক্রয় করে থাকে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য