সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ১

নন্দিত সিলেট :সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকা থেকে ইয়াবাসহ ১ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এএসপি আব্দুল খালেকের নেতৃত্বে র‌্যাব-৯, সুনামগঞ্জ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জগন্নাথপুর উপজেলায় যৌথ অভিযান চালিয়ে সুইচ গেট এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি- সুনামগঞ্জ জেলার ইকরছই গ্রামের মো. ফজর আলীর ছেলে মো. নাজিম উদ্দিন (২৭)। এ ব্যাপারে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান বলেন- আটক ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত সে এ পেশার সাথে জড়িত। উদ্ধারকৃত মাদক দ্রব্যসহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।