নন্দিত ডেস্ক: দোয়ারাবাজার থেকে রাকিব আলী (১২) নামে হারিয়ে যাওয়া এক স্কুল ছাত্রকে ১ মাস ৬ দিন পর কুমিল্লায় পাওয়া গেছে।
বৃহস্পতিবার (০৪ অক্টোবর) রাতে কে বা কারা তাকে কুমিল্লা রেল স্টেশনে ফেলে যায়। পরে রাকিব আলী তার মায়ের মোবাইল ফোনে কল দিয়ে জানায় সে কুমিল্লা রেল স্টেশনে আছে। পরে রাকিবের এক মামা কুমিল্লার চাঁদপুর নানুপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাছান আহমেদ সুজন কুমিল্লা রেল স্টেশন থেকে থানা পুলিশের সহযোগীতায় তাকে উদ্ধার করে কুমিল্লার চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যান।
দোয়ারাবাজার থানা পুলিশ সুত্রে জানা যায়, রাকিব আলী (১২) দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের দিলবর আলীর পুত্র এবং মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। সে গত ২৯ আগস্ট স্কুলে যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হলে বিকেলে আর বাড়ি ফিরে যায়নি। রাকিবকে তাদের সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে ৩০ আগস্ট দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং ১২২৮।
এ ব্যপারে জানতে চাইলে হারিয়ে যাওয়া রাকিবের মামা হাছান আহমেদ সুজন বলেন, ‘আমরা তাকে খুঁজে পাবার জন্য প্রশাসনের সহযোগীতা চাইলে প্রশাসনের অনেক সহযোগীতা পেয়েছি। আমার বোন চট্টগ্রামে থাকেন। বৃহস্পতিবার রাতে রাকিব আলী রাত আনুমানিক ১ টার দিকে তার মায়ের মোবাইল ফোনে কল দেয় এবং আমরা তাৎক্ষনিক রেল স্টেশন পুলিশের সহযোগীতায় তাকে ফিরে পাই। এখন সে অসুস্থ অবস্থায় আছে।’
এ ব্যপারে দোয়ারা থানার ওসি সুশীল রঞ্জন দাস বলেন, হারিয়ে যাওয়া শিশুটিকে পাওয়া গেছে। সে এখন অসুস্থ। তার পরিবারের লোকজন সুস্থ হলে তাকে নিয়ে আসবে। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য