বাল্য বিবাহ নিরোধ দিবসে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে বাল্য বিবাহ নিরোধ দিবসে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে নতুন শহরের আদালত প্রাঙ্গনে এ কর্মসূচি পালিত হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমী সুনামগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মো.শরীফুল ইসলাম। তিনি বলেন, বাল্য বিবাহ নিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। এর কুফল সর্ম্পকে আমাদেরকে জানতে হবে। এ বিষয়ে কঠোর আইন হয়েছে। ১৮ বছরের আগে কোন কন্যা শিশুর বিয়ে হতে পারবে না। বাল্য বিয়ের কারণে অকালে মা ও শিশুর প্রাণ ঝরে যায়। তাই বাল্য বিবাহ নিরোধে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বিশেষ করে আমাদের সমাজে যারা নিকাহ রেজিষ্টার করেন তাদেরকে এ ব্যাপারে কঠোর নজর রাখতে হবে। কোন অবস্থাতে যাতে বাল্য বিবাহ সংগঠিত হতে না পারে সে ব্যাপারে নিকাহ রেজিষ্টার কাজীগণ সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে সমাজের সকলকে দায়িত্বশীল হয়ে বাল্য বিবাহ নিরোধে অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানিয়ে তিনি সকলকে ধন্যবাদ জানান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর আহমেদ নুর, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার স্বপন কুমার দত্ত, জাতীয় মহিলা সংস্থার প্রোগ্রাম অফিসার মো. শামসুল আলম, শিশু বক্তা মুক্তা দেব পুজা, বাস্তহারা লীগের সভাপতি মো.আব্দুল অদুদ, জেলা তরুণ লীগের আহবায়ক একে মিলন আহমদ প্রমুখ।