ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে এনজিও সংস্থা ব্রাকের ছিনতাইকৃত টাকাসহ ফয়সল আহমদ (২৮) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার নুরুল্লাহপুর গ্রাম থেকে আটক করা হয়। সে সিলেট সদর উপজেলার আলীনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা যায়, বুধবার দুপুরে ছাতকের কালারুকা ইউনিয়নের উদয়পুর গ্রাম থেকে ব্রাকের সাপ্তাহিক কিস্তি আদায় শেষে ফেরার পথে গোবিন্দগঞ্জ ব্রাক অফিসের মাঠকর্মী দিলনাহার বেগমের কাছ থেকে ৫৭ হাজার ৩'শত টাকা এবং একটি ট্যাবলেট মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় ফয়সল।
এসময় গ্রামবাসী তাকে আটক করার চেষ্টা করলে পালিয়ে যায় সে।
পরবর্তীতে সন্ধ্যায় গ্রামবাসীর সহযোগিতায় ছাতক থানা পুলিশের এসআই শফিক মিয়া থাকে আটক করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এসআই শফিক মিয়া।
মন্তব্য