দিরাই প্রতিনিধি :: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দিরাই উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় দিরাই পৌরশহরের বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা পয়েন্টে আসলে পুলিশ বাঁধা দেয়। এসময় পুলিশের বাধার মুখেই তারা সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপি নেতা, আব্দুল কাইয়ূম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাপ মিয়া, উপজেলা যুবদলের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সাধারণ সম্পাদক ফারুক সরদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
মন্তব্য