সুনামগঞ্জে মোটরসাইকেল লেগুনা সংঘর্ষ, নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সদর উপজেলার বেতগঞ্জ বাজার সড়কে মোটর সাইকেল লেগুনার মুখোমুখি সংঘর্ষে আজাদ মিয়া নামের এক ব্যক্তি মারা গেছেন। রিপন নামের আরেক যুবক আহত হয়েছেন। শুক্রবার (১২ অক্টোবর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজাদ ও রিপন মোটর সাইকেল যোগে সুনামগঞ্জ শহরের দিকে আসছিলেন। এ সময় একটি লেগুনার সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আজাদ ও রিপন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আজাদকে মৃত ঘোষণা করেন। পরে গুরুত্বর আহত রিপনকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদউল্লাহ।