দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: দক্ষিণ সুনামগঞ্জে শ্যামলী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।
রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার জয়কলসের মোড়ে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী শ্যামলী বাস (ঢাকা মেট্রো- ব ১৫১৫৫৩) সিলেটগামী একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। বাসের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল ভেঙে চূর্ণবিচূর্ন হয়ে যায়। এসময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা মোটরসাইকেল আরোহীদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম জানা যায়নি।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
মন্তব্য