ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতকে ১৮০বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ হাবিবুর রহমান নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।
তিনি সুনামগঞ্জ সদর উপজেলার রাজারগাওঁ গ্রামের ফিরোজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ১০টার সময় ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) শামীম আখঞ্জী, অরুন কুমার দাস, আমীর খসরু, আব্দুল মতলিব, সাহাদাত হোসেন, সহকারি উপপরিদর্শক (এএসআই) মহি উদ্দিন, মহিবুল ইসলাম, রেদুওয়ানুল হক, জহুরুল ইসলামসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বাগবাড়ী এলাকার একটি ভাড়াটিয়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে। পরে ওই বাসা থেকে মদের বোতলসহ তাকে আটক করে।
মন্তব্য