ছাতকে ট্রাকের ধাক্কায় লেগুনার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ১

ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জ-সিলেট সড়কে ট্রাকের ধাক্কায় লেগুনার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় জানা যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ছাতক উপজেলার চেচান গ্রামসংলগ্ন এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ট্রাকের ধাক্কায় লেগুনার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লেগুনাটি পুড়ে যায়। এতে একজন আহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপালে পাঠানো হয়েছে। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ রনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।