সুনামগঞ্জে বিদেশী মদসহ যুবক র‌্যাবের খাঁচায়

নন্দিত সিলেট :: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে বিদেশী মদসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৯ এর সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হচ্ছেন বিশ্বম্ভরপুর বোয়ালিয়া মেরুয়াবাজারের মো. আবদুল মতিনের ছেলে মো. জসিম উদ্দিন। বিশ্বম্ভরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তদের সাথে যৌথভাবে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে কারেন্টের বাজার থেকে অফিসার্স চয়েস ১০ বোতল ও ম্যাকডুয়েল ২২ বোতল মোট ৩২ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মদসহ জসিম উদ্দিনকে আটক করা হয়। র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানিয়েছেন, জসিম উদ্দিন এক পেশাদার মাদক ব্যবসায়ী। তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।