ঢাকার উচ্ছেদ হওয়া বাস রাজার হালে চলছে সুনামগঞ্জে

নন্দিত ডেস্ক : ঢাকা থেকে উচ্ছেদ হওয়া ফিটনেসবিহীন বহু বাস রাজার হালে চলছে সুনামগঞ্জ সড়কে। লক্কর ঝক্কর বাসের চালকদেরও নেই ড্রাইভিং লাইসেন্স। এতে এই সড়কে বাড়ছে দুর্ঘটনা। যাত্রীরা জানান, বিকল্প না থাকায় বাধ্য হয়েই চলার অনুপযোগী এসব যান ব্যবহার করছেন। মালিক সমিতির তথ্য মতে, সিলেট-সুনামগঞ্জ সড়কে চলাচল করে চারশ’র মতো বাস। সড়কের লামাকাজি এলাকায় ২০টির বেশি বাসের ফিটনেস তল্লাশি করে মাত্র পাঁচটি বাসের কাগজ পত্র ঠিক পাওয়া যায়। বাকিগুলো চলছে অবৈধভাবে। এসব গাড়ির কোন কোন চালকের নেই লাইসেন্স। কেউ কেউ নিজের লাইসেন্স কিংবা গাড়ির কাগজপত্র আছে দাবি করলেও দেখাতে পারেননি। চালক একজন বলেন, সব আছে বাক্সে, দেখানোর সময় নেই। বেশিক্ষণ বাস দাঁড়া করালে জরিমানা দিতে হবে।' আরেকজন বলেন, কাগজ তো আছে, কিন্তু আপ টু ডেট নেই।' আরো একজন চালক বলেন, এগুলো তো মালিকের ব্যাপার। আমি চালক আমার চালানোর কাজ।' বিষয়টি নিয়ে মালিক সমিতির কেউ কথা বলেননি। অবশ্য ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন পুলিশের এই কর্মকর্তা। এসএমপি অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ বলেন, 'অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যদি ফিটনেস না থাকে সেই গাড়ি চলতে পারবে না। ব্যবস্থা নেয়া মানে এটা না তার বিরুদ্ধে মামলা দিলাম, সে চলবে না, তা হবে না। সিলেট থেকে হবিগঞ্জ কিংবা মৌলভীবাজার অভিমুখে তুলনামূলক ভালো বাস চললেও সুনামগঞ্জ সড়কে চলে লক্করঝক্কর বাস। ছোট-ছোট বাসগুলোতে বসার পরিবেশ নেই। দু’জনের সিটে একজন বসাও দায়। তার ওপর চলে অতিরিক্ত যাত্রী নিয়ে। বিষয়টি নিয়ে ক্ষোভের শেষ নেই যাত্রীদের। যাত্রী একজন বলেন, কোন সিগনাল নাই, সাইট লাইট নাই, গাড়ির লাইট নেই। এভাবেই চলছে। ফিটনেসবিহীন অধিকাংশ বাসের নম্বর প্লেটে লেখা ঢাকা-মেট্রো। এসব বাস ঢাকায় উচ্ছেদের পর অল্প টাকা দিয়ে কিনে এই সড়কে চালানো হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।