জগন্নাথপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার পৌরশহরের ভবানীপুর গ্রামের কেতকি দাশের ছেলে রবি দাশ। জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২০ অক্টোবর) থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এর নির্দেশনায় এএসআই মো. শাহজামাল এর নেতৃত্বে থানার একদল পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় দুই বছরের সাজা প্রাপ্ত আসামি সমর রবি দাসকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামীকে আজ রবিবার (২১ অক্টোবর) সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।