সুনামগঞ্জ প্রতিনিধি :: গ্রেনেড হামলার রায় প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে শ্রমিক দল। সোমবার সকাল সাড়ে ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিএনপি, শ্রমিকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা শ্রমিক দলের সালা উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধেনে বক্তব্য রাখেনজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রফিকুল ইসলাম দিলু, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ শান্ত প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজারুল কবির, সদর শ্রমিক দলের সাধারণ সম্পাক আফদাল মিয়া, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক মিসবাহ উদ্দিন, শ্রমিক দল নেতা দিনাজ আহমেদ, গিয়াস উদ্দিন, নজরুল ইসলাম, জসিম উদ্দিন, রেজু মিয়া, আনোয়ার হোসেন, জুয়েল মিয়া, সুন্দর আলী, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাজু, যুবদল নেতা মমিনুল হক কালার চান, জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ প্রমুখ।
শহীদ নূর আহমেদ
মন্তব্য