জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে জগন্নাথপুর উপজেলার কামড়াখাই গ্রামের হারিছ মিয়ার ছেলে জুবেল মিয়া, রুকুম উল্লার ছেলে হারিছ মিয়া, ওয়াছির মিয়া, নছির মিয়া ও গোতগাঁও গ্রামের আইন উদ্দিনের ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী সোহেল মিয়া।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নির্দেশনায় থানার এসআই গোলাম মুর্শেদ ফাত্তাহ চৌধুরী, এসআই হাবিবুর রহমান, এসআই মনিরুজ্জামান, এসআই আফছার আহমদ ও এএসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে পুলিশ দল পৃথক অভিযান চালিয়ে উক্ত আসামীদের গ্রেফতার করেন। আসামীদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য