দোয়ারায় ভারতীয় মদসহ আটক ১

দোয়ারাবাজার প্রতিনিধি :দোয়ারাবাজারে ১৪০ বোতল ভরতীয় মদসহ ১ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যাক্তি ছাতক উপজেলার দারগাখালী গ্রামের মনু মিয়ার ছেলে লায়েছ মিয়া (৩০)। পুলিশ সুত্রে জানা যায়- উপজেলার নরসিংপুর ইউনিয়নে সিমান্তবর্তী চাইরগাও গ্রামে বুধবার দিবাগত রাত ১ টার দিকে দোয়ারাবাজার থানার এসআই সিদ্দিকুর রহমান, এএসআই শিবলু মজুমদার ও এএসআই পলাশ দাস গোপন সংবাদের ভিত্তিতে মদ ব্যবসায়ীর কাছে ক্রেতা সেজে তাকে আটক করেন। এসময় তার সাথের অপর ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়। পরে তার কাছ থেকে ভারতীয় ১৪০ বোতল অফিসার চয়েজ মদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে দোয়ারাবাজার থানা ওসি সুশীল রঞ্জন দাস বলেন, আমরা মদ ব্যবসায়ী একজন কে আটক করেছি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আরেকজন পলাতক রয়েছে, তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।