নন্দিত সিলেট ::সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর এলাকা থেকে ইয়াবাসহ জয়নাল আবেদীন (৩০) নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে এএসপি আব্দুল খালেকের নেতৃত্বে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন এলাকা থেকে তাকে আটক করে।
আটক ব্যাক্তি বিশ্বম্ভরপুর উপজেলার নামপুর গ্রামের মৃত হান্নানের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া অফিসার) মাঈন উদ্দিন চৌধুরী জানান- আটক ব্যাক্তি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে সে এ পেশার সাথে জড়িত। উদ্ধারকৃত মাদক দ্রব্যসহ তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য