সুনামগঞ্জে সরকারের উন্নয়ন উপলক্ষে শোভাযাত্রা

সুনামগঞ্জ প্রতিনিধি ::সৃজনে উন্নয়নে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসব ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে মেলা উপলক্ষে সুনামগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন সদর উপজেলা নিবার্হী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শহীদউল্লাহ, লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফুল মিয়া প্রমুখ। আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা সহ অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ।