ছাতকে কৃষক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

সুনামগঞ্জ প্রতিনিধি ::সুনামগঞ্জের ছাতক উপজেলার কৃষক রফিজ মিয়া হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় দেন। যাবজ্জীবন দণ্ড প্রাপ্তরা হলেন- ছাতক উপজেলার জহিরপুর গ্রামের মিজাজ আলীর ছেলে কানন মিয়া ও সাদীপুর গ্রামের আব্দুল আজিজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর ২ আসামি কমলা বিবি ও কনা বিবির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেন আদালত। মামলা এজাহার সূত্রে জানা যায়, ২০০০ সালের ১৮ই মে পারিবারি কলহের জেরে নিহত রফিজ মিয়ার ছেলে লিুল মিয়ার সাথে আসামি আব্দুল আজিজের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লিলু মিয়াকে মারধর করে আজিজ ও তার লোকজন । এ সময় লিলুর পিতা রফিজ মিয়া তাকে মারধরের হাত থেকে বাঁচানোর জন্য আসেন। ঐ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুত্বর আহত হন রফিজ মিয়া পরে তাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান রফিজ মিয়া। পরে রফিজ মিয়ার ছেলে লিলু বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শেষে ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আদালত আসামিদের অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আসামি পক্ষের আইনীজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট রবিউল লেইস রোকেশ ও বাদি পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট সোহেল আহমদ সইল মিয়া। আসামিরা বর্তমানে সুনামগঞ্জ কারাগারে রয়েছেন।