ছাতকে পলাতক আসামী গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে মদরিছ আলী (৪০) নামে হত্যা মামলার পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ নভেম্বর) ভোরে কোম্পানীগঞ্জের তেলিখাল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। মদরিছ আলী ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বড়গল্লা-গোদাবাড়ি গ্রামের মৃত তৈমুছ আলীর পুত্র। ওসি আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই দেবাশীষ সূত্রধর কোম্পানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় তেলিখাল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তিনি আরো জানান, গ্রেপ্তার মদরিছ আলী নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ী গ্রামের হাজী মখছুদ আলী হত্যা মামলায় পলাতক আসামী।